সময়ের হাত ধরে; চোর আসে চুপিচুপি!
চুপিসারে ভোগ সুখে! দ্বার খুলে নেয়
অসময়ে রাতভরে; শোর ভাসে বহুরূপী
- আনবাড়ি ভিন ঘরে! ভার তুলে দেয় |
হৃদয়ের দ্বার খুলে; মনচোর আসে থাকে
জলা জমি মাঠেঘাটে, তড়িঘড়ি চষে!
সহৃদয় কার ভুলে? অনাচার ভাসে পাঁকে
- মনোভূমি ঠাটবাটে! পড়িমরি বশে |
অবহিতে মানা নেই; চেনাজানা হয় হোক,
সবকিছু মেলে যায়? সাময়িক তৃপ্তি!
ব্যবহৃত ডানাতেই, জানাশোনা ভয় শোক!
- কিছুই মেলেনা হায়! অমায়িক প্রাপ্তি |
দিনভর নানা চোরে - কতশত পথে; মতে
ওতপাতা বেড়াজালে বিষম সক্রিয়!
অবহার মনোহরে; ভুল ততো সাথে মাতে
- গৎবাঁধা মায়াজালে! সুষম নিষ্ক্রিয় |
দিন কিবা রাতে নয়! সময়ের প্রতি পলে;
ভেঙ্গে দেয় শুভকর, গড়ে নেয় ভুল!
অমলিন হাতে ক্ষয়! প্রাণময় গতি দলে
- অঙ্গে নেয় বিষ শর, কেড়ে নেয় ফুল |
চোর ঘুরে বহুমতে; অভাবিত স্বভাবের
গৃহস্বামী বুদ্ধিবলে, হয় জাগরণ
ঘরদোর বাহিরেতে - প্রভাবিত বিভাবের
- দিবা যামী শুদ্ধি হলে, পায় ঋদ্ধ মন |