==///==\\<><>\\==///==
দিনরাত পার হলো; বহুরূপী পথেঘাটে
দুচোখ খোলাই ছিল বটে,
উচিতানুচিত ভুলে! বেহুঁশ জীবন!
খোঁজ খোঁজ পড়েছিল; সাজ সাজ রবে।
সবচেয়ে বেশি বুঝি ক্ষয়েছিল প্রয়োজন -
বাকিজায় জুড়েছিল আয়োজন!
ঘুম ছাড়া কোনভাবে; দুচোখ হলোনা বন্ধ!
বাড়িয়ে দেয়া হাতেই ছিলো উত্তেজনা
জাগ্রত রয়েই গেলো অপূরণীয় প্রত্যাশা;
-বিবেকবুদ্ধি সকল হয়ে গেলো অন্ধ ||
পছন্দের অনুপ্রাস ছিলো আশ্চর্যজনক!
ভালোবাসা পালিয়েছে তাই?
প্রতিটি একক দিনে আনুষঙ্গিক বেদনাবোধ!
সজ্জিত ফুলের মতো সবকিছু ভুলে
বাঁচতেই চেয়েছিল; মুগ্ধ বেভুল আবেশ!
অনুতপ্ত করছিল যতো - বিষণ্ণ যন্ত্রণাবোধ
দরজাজানালা দিয়ে; পালিয়ে যায়নি ক্রোধ
নিজেকে হারিয়ে দিয়েছিল অসময়,
পতিত বিক্ষোভ এলো মূঢ় জিজ্ঞাসা নিয়ে
- ব্যবহৃত আচরণ হলো দীর্ঘতম অসহায় ||
<><>==//\==<><>