<>==[][][♦][][♦][][♦][][]==<><>

        -- গৃহদ্বার খোলা রেখে;
            বসেছিল যুবাকাল!
স্থিরপদে মধু মেখে, এসেছিল প্রেমবতী!
            বারবার ছলেবলে -
           কেটেছিল প্রভা তাল!
ভীতিপ্রদে অবহেলে - হেঁটেছিল রূপবতী |

           অজানায় মনোগত,
           জানিবার অবকাশ!
কতবার হামাগুড়ি সান্ত্বনার অবলেপ
           অচেনায় মনোহত -
           চিনিবার অবভাস,
শতবার ছাড়াছাড়ি! যন্ত্রণার উপলেপ |

           পালতোলা হেলেদুলে
             তরী যত ভিড়ছিল;
এই বুঝি সবকিছু - সুখ ভরা মনোহরা!
          প্রাণখোলা বেসামালে
            বাড়াবাড়ি ঘিরছিল;
খোঁজাখুঁজি আগুপিছু! মনগড়া দায়সারা |

          কোথাকার ভালোমন্দ!
            ভুল আর দ্বিধা দ্বন্দ্ব;
প্রেমময় ক্ষণকাল, এইভাবে এসে গেলো!
           শুভকর আলো গন্ধ;
           মূল সার হলো অন্ধ!
অয়োময় ভুলভাল, নানাভাবে ভেসে এলো |

            বয়সের তালেগোলে!
             দিশাহারা দেহ বলে-
কত রূপে ভাঙ্গে গড়ে; বহুরূপ আয়োজন!
            সাহসের পলে পলে;
             ছন্নছাড়া কেহ হলে,
শতরূপে অঙ্গ নেড়ে - চুপে গেলো প্রয়োজন |

    <>======♦♦♦♦=====<>