==|||||||||||||||||||||||♦♦♦|||||||||||||||||||||||==
প্রেমময় কতো রূপ; শুয়ে থাকে শরীরজ!
ছেঁড়াখোঁড়া ভালোবাসা লুকানো গভীরে
অসময়ে ফুটে সেথা; বিষাদী নীল সরোজ
আড়মোড়া ভাঙ্গা দেহে মাখানো আবীরে |
দিনগুলি রাত হয় আঁধিয়ার যতো ভ্রান্তে;
দুর্বিষহ, দুর্বিপাকে, প্রেমের বাঁধন!
আসাযাওয়ার কালে ভাবনার শেষপ্রান্তে
- ধীরেধীরে বেড়ে উঠে, ভ্রমের কাঁদন |
মৃতপ্রায় বসবাসে; অভিপ্রায়বোধ পোড়ে
বালিশের নীচে বাড়ে উষ্ণতা দহন!
অসহায় বেশবাসে; অবোধ বিবাদ গড়ে
- পছন্দের তালিকাতে অদ্ভুত সহন |
মুখ আর মুখোশের; ব্যবহার অধিকার,
মস্তিষ্কচালনা সত্য কঠিন অসুখে!
প্রতিপদে সামান্যতা, বরাবর স্বাধিকার
- অস্তিত্ব বিপাকে নিত্য আনন্দের সুখে |
অপরিকল্পিত প্রেমে! শরীর ভরতি বিষে!
গতানুগতিক শোকে আবহ দুখের;
অপরিণত আশ্রয়ে, নিবিড় পিরিতি কিসে?
- সমানুপাতিক হোক প্রবাহ সুখের |
চিন্তাচেতনার পরে; অজানা দ্যোতনা ভীতি
অস্থায়ী ভঙ্গুর স্বরে টুকরো কথন!
সমাধানহীন ভরে! অচেনা, দোমনা প্রীতি
- ক্ষণস্থায়ী রঙ ঝরে উটকো যতন |
হঠাৎ রূপের ঘোরে; আসে যায় বুড়ো হয়!
পাতলা বাতাসে চেপে কখনো বিলুপ্ত,
কভু দ্রুত শক্তিশালী - ঝড়গতি বায়ুময়!
- প্রেমের শরীরগত গুপ্তপথে সুপ্ত |
অভিশাপ আশীর্বাদে; বাঁচে মরে নির্বিবাদে
পৃথিবীর শ্রেষ্ঠতম সুখভোগে সেরা!
অনুভূত বহু স্বাদে; যেচে ফিরে বাধ সাধে
- ছোট্ট হৃদয়ের ঘরে, অন্ধকারে ঘেরা |
..............****..............