♦♦..................................♦♦

        -- মন্ত্রহীন সাধনায়!
বহুদিন প্রচেষ্টায়; দুচোখ রেখেছি খোলা
  শান্তি অশান্তি, বিষাদ, বেদনার রঙ্গে
   করেছি শক্ত হৃদয় কঠিন বাঁধনে!
     অজানা কারণে, অচেনা বারণে-
রুদ্ধশ্বাস চাপা রেখে নিজ মনেরগহনে
শরীরের প্রতি ইঞ্চি বোবা যন্ত্রণার সঙ্গে
       - সুখদুঃখবোধহীন বেদনায় |

           বারবার ঘুরেফিরে -
হৃদয়েরে কতবার! বিনামূল্যে উজ্জীবন;
  ঝড়োমেঘ ততবার উড়ে চলে গেছে
    হতভাগ্য ,হতোদ্যম, বরণ শরণ
     সৌভাগ্য অভাগ্য দুর্ভাগ্য গ্রহণ!
প্রশমিত ব্যথা নয়! অসহায় প্রথা যেচে?
জীর্ণদশা শীর্ণকায়; ছাড়ি ভোগ্য উদ্দীপন
       - নিত্যদিন সুখদুঃখভয় ঘিরে |

            কাছে দূরে সব সুরে -
উপস্থিতি নিশ্চয়তা ভুলে! কতো ছলেবলে
  ভীত হয়ে তবু প্রেমে; দিশাহারা ক্ষয়ে
     আসতেই হবে বলে কামনাবাসনা
       নির্ভয়ে নির্ণয়ে নিস্পন্দ সভয়ে!
আবেদন নিবেদনে পালাবে কেন সাধনা
নিরাপত্তা চেয়ে যতো প্রার্থনার সুকৌশলে
      অবসাদ অবভাস চারপাশ ঘুরে |

======০[][]<|||||||>[][]০=======