--=।।।\|\|\|\|।।।==-<>-==।।।\|\|\|\|।।।=--


ওহে বিচিত্রিত 'মন'! ঘৃণ্য - বিলাসবহুল!
            অচেতন হও শুধু সামান্য উতলে!
অযাচিত ব্যথাতুর; ধোঁয়াশার বিষমূল
              জঘন্য নির্ভয়ে ধাও নগণ্য নিতলে |

সুপ্রসন্ন প্রশান্তির; ক্লান্তিহীন ভালো দিনে
       অনির্বাণ শিখা নেভা, কালিমার রঙ্গে!
অপ্রসন্ন অশান্তির, ভ্রান্তিমান আলোহীনে
             বিষণ্ণতা রেখাপাত লালিমার সঙ্গে |

কেন হও অসহায়! হেঁয়ালি সব প্রভাবে
          অগণন এতো ক্ষতি করো মানবের;
কেন এই দুর্বলতা! খামখেয়ালি স্বভাবে
              প্রাণপণ সংগ্রামের চ্যুতি হেরফের |

হাসিখুশি অবকাশে - ভুলভাল ভালবেসে
           দুর্বৃত্ত! দুর্বোধ সাজো শয়তান বদ;
রাশিরাশি অবভাসে - বেসামাল সর্বনাশে,
            অহোরাত্র বিরাজিত নির্বোধ অবোধ |

আকাশে বাতাসে ভাসা অবিরত অনুভবে;
       সকাশে প্রকাশে জড়ো, অচিন খেয়াল!
আভাসে বিভাসে চষা; বিগ্রহ বিব্রত সবে -
         বিকাশে নিকাশে গড়ো প্রাচীন দেয়াল |

সুযোগের সুবোধের সুখাবহ যত দ্বার -
             অপচয়ী তিক্ততায় অসার গরল!
আপদের বিপদের শোকাবহ শত পার,
               সংশয়ী সম্পৃক্ততায় বহ অবিরল |

অপশক্তি ত্বরা পদ; শৃঙ্খলিত করা চাই
         সুযোগসন্ধানী তোর থামুক উৎপাত,
ভক্তি ভরা মুক্তি স্বাদে, অস্খলিত রোশনাই  
            সান্ত্বনার বাণী ঝরা - ধিক মুণ্ডপাত |

তোলপাড় বেখেয়াল! হোক তবে প্রশমিত
         - চরম অবজ্ঞা ফেলে; পরম প্রজ্ঞায়
অসাড় মূঢ় হেয়াল; পরাভবে প্রণোদিত
          সন্দেহ বিশ্বাস ভুলে - ভরম আজ্ঞায় |

গুপ্তপথে গুপ্তমতে; অতৃপ্তির গুপ্তকথা  
        ক্ষতিকর বিতৃষ্ণায় - তৃপ্তিহীন প্রাণে
সুপ্ত যত শুভ রথে অক্লান্ত প্রদীপ্ত প্রথা
           তৃষাতুর ব্রতী হও, ব্যাপ্তিশীল ঘ্রাণে ||


===<><><>\|/\|/|\|/|\|/|\|/<><><>===