--==\\\\\\<>==\\\\\\<>==\\\\\\<>==--
জলের জাহাজ - জলের উপর চলবেই
তলের সহজ! ছলের বিবর দলবেই;
ঢুলবেই মন ঢেউ তুলে -
দুলবেই ক্ষণ হেলেদুলে -
জোয়ারভাটার আভার সেথায় ভুল হবে!
জাহাজঘাটার বিভায় যেথায় তুল রবে |
অচেনা সাগর! হায় নিদারুণ পথচলা,
জোছনা ডাগর; ভীষণ দারুণ রাত জ্বলা,
বাসভূমি চাও কোন কূলে!
শ্বাস চুমি যাও মনো ভুলে!
কূলের আভাস - আনন্দময় আলাভোলায়
ফুলের সুবাস - সানন্দ নয় মালা দোলায় |
এবার যখন; আসবে সুযোগ তীর ধরো,
আবার কখন; ভাসবে হুজুগ ভিড় করো!
ছুটবেই সব জট খুলে -
ফুটবেই রব পট মূলে -
কোথায় তখন! চাইবে আবার যেতে আরো;
হেথায় এখন, পাইবে পাবার পেতে পারো ||
|||||||||♦|||||||||||||......||||||||||||♦....|||||||||||♦♦...♦|||||||...