===[][][][][]<>|||||||♦♦|||||||<>[][][][][]===
আড়ালের ব্যথা ভার; কঠিন পাথর সম!
পাহাড়ের কাছে আজ সঁপিলাম তম;
ঘনঘোর অন্ধকার! রাখবো না ডর ভয়,
মহাকাল নিরাকারে যেথা যত ক্ষয়!
সবকিছু সবুজের সমারোহে জুড়ে থাক
- আমার এ দুই চোখ, বন্ধ হয়ে যাক |
আরক্তিম সমুদ্রেরে; চাইবো না বারবার,
সূর্য ঘুমিয়ে থাকুক মেঘের ওপার!
নতমুখে মাথাকোটা; ব্যথাহত গত দিন
পথধরা অতিদূরে বিগত মলিন,
চোখ খুলে কভু যদি দেখবার দরকার!
- ভাববো এ যাত্রা হবেইনা শেষ আর |
খুব বেশী কিছু নয়; চাওয়া পাওয়া শেষ,
সব ব্যথা ধুয়ে নেবো এইখানে বেশ!
বসবাসযোগ্য হোক আয়োজিত আবাসন;
আমার চোখেরজলে, শুকাক শাসন!
মনেধরা ভয় ছিল ভুলভাল অবভাসে
- অন্য জীবন যাপন! এই অবকাশে |
অসহায় হাসিমুখে; অনেক করেছি চেষ্টা!
সহায় মেলেনি সুখে মেটাবার তেষ্টা,
জেনে রেখো ভুল নয়! নিয়োজিত অবদান
প্রলোভিত কোন টানে এত ব্যবধান?
এইসব থাক তবে! লাভ নেই মনে করে
- অনুভবে ঠায় রবে? মনোময় ধরে |
যত পাঠ শেখা হলো, নড়বড়ে গড়া সাঁকো!
ডানে, বামে, আগেপাছে নামধাম কই!
ভুল মাখা মাঠে এলো, কূলছাড়া মড়াখেকো?
- ধরাধামে নাগপাশে আর কেন রই ||
|||||||||||||||||||||||||||||[][][][]|||||||||||||||[][][][]||||||||||||||||||||||||||||||