★★ ব্যক্তিগত নিবেদন ---------
আসরের কবি ও কবিতার সঙ্গে আছি, থাকবো আশা করি। ব্যক্তিগত কর্মব্যস্ততা হেতু সময়সাপেক্ষ পাঠপূর্বক - আগামী বেশকিছু দিন - অনেক কবির কবিতায় মন্তব্য যোগ করতে পারবোনা বলে দুঃখিতবোধ করছি। আমার কবিতায় নিঃস্বার্থভাবে পাঠ ও মন্তব্য যোগ করা শুভার্থী সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই।
------- সময় পেলেই স্বরূপে ফিরে আসবো আশাবাদ।
............................................................
অবেলায় যত সায়; অসহায় বেসামাল!
অন্ধকার রাত ভাসে অচেনা নিবাসে,
চেনাজানা পথ জুড়ে ভবঘুরে বেখেয়াল!
চারপাশে ঘুরে ত্রাস অজানা আভাসে |
অবহেলাভরে চাপে সচকিত উপহাস!
অনুগামী দুখভারে প্রথাগত ভুল;
অগোচরে সেই বেলা - অচকিত সর্বনাশ!
অধোগামী অবহারে ব্যথাহত ফুল |
উচ্ছ্বসিত হাসিখুশি; উড়ে যায় প্রাণ ছেড়ে,
অনুগ্রহ যেচে শুধু মন পুড়ে ছাই!
উপোষিত লোভরাশি, বাড়ে হায় ঘ্রাণ নেড়ে
- অভিগ্রহ নেচে উঠে আনমন তাই |
অধিকার কোথাকার? হেরে ক্ষয় অবদান!
অবিচার অবিচারী জয়জয়কার;
স্বাধিকার নেই আর! বেড়ে যায় ব্যবধান
- অভিচার অভিচারী ভয় হাহাকার |
দাবানল উজ্জ্বলতা - ক্ষতিকর প্রভাবের
লণ্ঠনের স্বকীয়তা নিবুনিবু আলো,
কোপানল; নির্লজ্জতা, ভীতিকর স্বভাবের
- লুণ্ঠনের উন্মত্ততা নহে কভু ভালো |
সুখকর; স্মৃতিময়, আলোকিত পথ চেয়ে
কমলারঙের আলো ঝলমল বাতি!
শুভকর, প্রীতিময়, দোলায়িত রথ বেয়ে
- সৎসঙ্গের দীপ জ্বলে যাক কালো রাতি ||
=========================