|||||||||| ||||||||||||||||||||||||||| ||||| ||||| |||||||||||||||||||||||||||| ||||||||||
শহরের পথঘাট; জেগে উঠে কোলাহলে -
আঘাতের স্বর চোট, ধ্বনিত সজোরে!
কহরের বিষ যেন! মেখে নেয়া হলাহলে -
পদাঘাতে বাড়ে ব্যথা বঞ্চিত পাঁজরে |
হারানোর কথা নয়; নাড়ীছেঁড়া, প্রিয়জন -
আদরের শিশু কিবা পরম আপন,
ছেড়ে যায় ধরাধাম! নিয়তির অভাজন!
ভাদরের ধারা ঝরে চোখেতে গোপন |
আলোহীন রাজপথে - মিশে যায় সুখদুঃখ,
মনমরা দুর্ভোগ ভেসে রয় একাকী!
আঁধারের ঘিন রাতে; কেঁদে যায় চোখমুখ
ভিজে উঠে আঁচলের শেষভাগ বাকি |
দিনেরাতে সুখ নাশী! দ্রতগামী তাড়াতাড়ি
- বিচরণে খুশি কারা দুরন্ত কুজন?
প্রভাতেরে কাড়ে পিষি, অধোগামী বাড়াবাড়ি
আচরণে বাড়ে ক্ষত দূরত্ব যোজন |
কতজন কতভাবে - দূর থেকে দেখে যায়,
পাশেতে বসে না কেউ সান্ত্বনা স্বরূপ!
অক্ষমতা বা স্বভাবে শোক সহা ঘরানায়
শোষিতে আসেনা ভোর, যন্ত্রণা অরূপ |
এইভাবে দুখভারে - ঘৃত ঢালি অগ্নি জ্বালি;
আশেপাশে প্রভাবিত দুর্মর, দুর্জনে!
অযাচিত অভাবিত হয়ে যায় কোল খালি
অনুভূতি মরে শুধু, ক্রন্দিত নির্জনে |
অলৌকিক কিছু নয়! চারিদিকে পিছু ভয়,
গ্রাম গঞ্জ বাকি নেই! আপদ তরাসে!
মানবিক প্রতীক্ষায় দিকে দিকে স্বপ্ন ক্ষয়
- ভাগ্যহত দিনরাত শ্বাপদ পরশে ||
[][][][]||||||| ||||||||||||||||||||| |||||| |||||||||||||||||||| ||||||||[][][][]