--[][]÷|||| ♦ ||||||| ||||||||||||| ||||||| ♦ ||||÷[][]--
বলতো কোথায় গেলে? স্বর্গসুখ সায় মেলে
কোথাও আছেন কেউ! উদার অপেক্ষমাণ!
এইখানে সবখানে কত দূরে আর
যত্রতত্র খোঁজাখুঁজি সৃষ্টিকারী অবদান
প্রতীক্ষমাণ হয়ে, আসলেই কিছু পেলে!
এক আকাশের তলে - অধীনস্থ অবস্থান |
উপাস্যমান কেমন! কেবা জানে থাকে কোথা?
কাল্পনিক নয় তবু কল্পনার ও অধিক -
মনের ভেতরকার প্রেমে প্রাপ্তির বারতা
কার নাম ধরে এত ডাকাডাকি অভিজ্ঞান
কোথায় থাকেন তিনি! সর্বজ্ঞানী প্রাণাধিক
কেউকেউ খুঁজে পায়? কেউবা অজ্ঞান |
তপ্ত ধুধু মরুদ্যান, প্রান্তরেখা বরাবর
প্রাপ্তিযোগ পরিশেষে - সামান্য অসামান্যতা;
খেয়ালে হেঁয়ালে খোয়া প্রাপ্তিসাধ্য সমাদর!
কোথায় নেই তবে ধরণীর অনুভবে
পাহাড়ে নদীতে পথে; আকাশে প্রান্তরে গাথা
উপরে নীচে কাছে! সামনেপিছনে সবে |
আবিষ্কার কিছু নয় - অগণিত পুরষ্কার যত!
যাবতীয় অনুভূতি আকুতি মিনতি করা
কান্নার প্রশ্নই নয়! তবে হাসেন নাকি!
অযাচিত উপহারে প্রাণময় বাঁচা মরা
বহুদূর নয় তিনি! খুব কাছে পাশেপাশে রত
অভাবিত সৃষ্টিধর, নাহি থাকেন একাকী |
পঙ্ক মৃত্তিকার মত! বায়ু পানি স্থানকালে
চাই পাই খুঁজে যাই! পেয়েও হারাই
প্রাণপণে চেষ্টমান পেরেশানি ভুল তালে -
আসলে কেমনতর! কেমন করে পাই?
আমাদের ভাঙ্গা গৃহে; প্রাসাদের সুখাবহে!
ক্ষণিক জীবনকালে বিষাদের দুঃখাবহে ||
-==\\\\\\\\\\\\\\\\\\\♦♦\\\\\\\\\\\\\\\\\\\==-