=/////=////=////=/////=////=////=////=////=


চীৎকার করে বলছি, শোন সব বন্ধুগণ -
   কান্নাকাটি বন্ধ করে, নিজের দিকে তাকাও
        ভীষণ হুঙ্কার স্বরে কেন হবে অভাজন!
              ভিন্নমত পথ ধরে অন্য পথে কেন যাও |

অন্যদের কথা ভুলে নিজেকে গ্রাহ্য করো
    অনেক আদরযত্ন আদর্শগত বকেয়া
        যেমন খুশি মাখতে কিংবা রাখতেই পারো
              উদারতা প্রাণবন্ত, মনোমত সায় দেয়া |

আপন গোপন বন্ধু; সাজানো স্বপন সম
     ছাড়ো সব চীৎকার বেদনার হাহাকার -
           প্রেরণার সিন্ধু হও; সজ্জিত সুন্দরতম
                 কষ্টকর নয় বেশি, সাধনার দরকার |

কোমল উষ্ণতা দিতে স্পর্শহীন অমলিন;
   ব্যক্তিগত স্বার্থহীন! বিপরীত সুখ স্রোতে
      নিজের হৃদয়ে রাখো স্বচ্ছন্দতা প্রতিদিন,
          জানিতে জীবনপ্রথা, অবহিত থেকো ব্রতে |

চোখেমুখে মায়া ধরো - অফুরান প্রেমময়
   নীরব কান্নারচোটে লুকানো যত আঘাত!
      খানিক এগিয়ে যাও, মুছে দাও তমোময়
           একজীবনের ঘাটে ছাপানো শত ব্যাঘাত |

আজ কাল আগামীর মনোময় শুভদিন;  
     জীবনের সব পথে, অহোরাত্র বন্ধু রহ
          ছায়াময় শীতলতা প্রাণময় সুর বীণ-
                অভিন্ন হৃদয়ে রও, মনেরমত আবহ ||


==\\\\\\\\\==\\\\\\\\\\==\\\\\\\\\\==\\\\\\\\\==