><<>><
মনখারাপের দিনে; বুকের গহনে
হৃদয়ের পোষাপাখি - ময়না বিহনে!
প্রবল তুফান উঠে
মন দরিয়ার কূলে;
গোপন ব্যথার চোটে
গভীর হিয়ার মূলে,
ভেতরবাড়ি পোড়ায় চরম দহনে
অসহায় বাড়াবাড়ি নরম সহনে |
><
পরাণভরা বিরূপে; অচেনা স্বরূপ-
দারুণ বিষাদ ভরা অধরা অরূপ!
হাতের নিকট দূরে!
জোয়ারভাটা পালিয়ে
পথের বিকট সুরে-
পারঘাটা যায় মিলিয়ে!
তেমন ভীষণ ক্ষণে, কান্না ঝরে চুপে!
আনমন বিষণ্ণতা ভিন্ন স্বরে চাপে |
><
কথাবলা পাখি কোথা! বিরাজিত সাজ
বিষম অসম যেথা পরাজিত রাজ!
এলোমেলো রেশ ভাসে
কোমল স্বভাবী পূতে;
অগোছালো বেশবাসে
উতল প্রভাব ভূতে!
সেই বেলা অনুলোমে, বিচরে সলাজ!
প্রতিলোমে আচরিত, বিহারে নিলাজ ||
><<>><