--÷=÷Π÷=[]||ΠΠ÷♦÷ΠΠ||[]=÷Π÷=÷--


মানব চরণ দুটি; শৃঙ্খলিত রয়
    অবিশ্বাস মনে হয়! অদৃশ্যমান শিকল!
ভ্রমের শরণ যুটি প্রক্ষালিত ভয় -
             দীর্ঘশ্বাস বিস্মরণে বিমর্ষতা প্রতিফল |

জীবন আটকা পড়ে, নাকি নড়বড়ে?
     কালস্রোতে বহমান গলদঘর্ম নাকাল!
যৌবন খটকা দৌড়ে বাকিজায় গড়ে -
          মিথ্যা ব্রতে ম্রিয়মাণ ধর্মকর্মের আকাল |

নেতৃত্ব করতে পারো? আত্মার বিকাশে!
     চেনাজানা বাড়ে কত আঁধারের অবয়বে
কর্তৃত্ব ধরতে আরো! স্বত্বার প্রকাশে
        জানাশোনা আড়ে শত বেদনার রব শবে |

তুমি, আমি ঘানি টানি - এইভাবে শত
     অভাজন অবদানে চাই যত মূল্যবান;
বেনামী স্বনামে মানি - অচেনার ব্রত!
           বিভাজন ব্যবধানে অধোগতি মূল্যায়ন |

নির্মাণ অজানাতেই রহস্য গোপন
    মিছেমিছি দোষারোপ! অবসাদ আরোপণে
নির্বাণ না ফানাতেই মুক্তির সোপান?
            মানুষেরা অসহায়! অপরাধ নিরূপণে |

ঠিক কোথা এত ব্যথা; শত মনোব্যথা
     জীবনের গর্ব নাশে, অযাচিত বেখেয়ালে!
ধিক তবে অহরহ যত ভুল প্রথা -
      গর্বভরে বাঁচি আশে, অভাবিত যে হেঁয়ালে ||

----=Π♦Π=[]<||||||||||  |||||||||>[]-=Π♦Π=----