বাবা তুমি স্মৃতিময় সন্তানের পূর্ণ প্রাণে;
আদর্শের সেরা জন এই পৃথিবীতে
অসম্ভব প্রীতিভরে, পুণ্যবান ফুল ঘ্রাণে
দিনরাত্রি পার করা মহাকাল স্রোতে |
খেয়াল সাগর পারে; নোঙ্গর বিহীন নায়
সন্তানেরা ভুল করে অজ্ঞানতা ভরে!
সূর্যালোক উজ্জ্বলতা, হৃদয়ের উষ্ণতায়
- তব দ্যুতি বহু দুঃখের লাঘব করে |
চরণকমল ছোঁয়া; বটবৃক্ষ সম ছায়া
চরম প্রকৃত বন্ধু হও আমরণ
মর্মপীড়া সময়ের অপরূপ তব মায়া
সান্ত্বনার সিন্ধু বহ শীতল শরণ |
দুর্বিপাক দৈন্যদশা - অশ্রুঝরা অমানিশা
জ্বলজ্বলে চাঁদ তুমি, প্রিয় পিতা
একাকীত্ব আঁধারের শক্তিময় দীপ্ত দিশা
- ধরিত্রীতে অহোরাত্র নাশো দুঃখ চিতা |
সকল হাসির উৎস; বিভাসিত উৎসাহিত
বেখেয়ালি ভুল হলে শুভ শমগুণে
তুমি বেশি পাশাপাশি! প্রণোদিত উদ্ভাসিত
সব পথে পদধ্বনি আলো তমোগুণে |
প্রেমময় আশীর্বাদে; প্রাণময় অনুরাগে
পথপ্রদর্শক তুমি ধৈর্যশীল জ্ঞানী,
অন্ন বস্ত্র গৃহসুখে, শিক্ষাদীক্ষা গুণ যোগে
- বিবেচনা ঘেরা প্রিয় তুমি সেরা মানি |
মাননীয় তোমাকেই খুব বেশি প্রয়োজন
মূল্যবান মূল্যায়নে জীবন যাপন
আমাদের সব খুশি, পালনীয় আয়োজন
- জন্ম থেকে মৃত্যুদিন অবধি আপন |
অনন্য ভালবাসার আশ্রয়ের স্থায়ী স্থল;
বাবা তুমি জনমের, সেরা অবদান
বিপদআপদ কালে প্রশ্রয়ের বক্ষস্থল!
- সন্তানের ভুল ক্ষম! ভুলে ব্যবধান |
--=÷=[][][]=[]♦[]=÷=[]♦[]=[][][]=÷=--