**********|||||||||♦|||||||||*********


ধরো, দুঃখ বেড়ে গেলো! উঁচুনিচু ভুল পথে
দিশাহারা এলোমেলো, কিছুকিছু মূল হতে
       বারবার থেকে যেয়ো চেষ্টাশীল;
       ডাকবার আগে হয়ো নিষ্ঠাশীল,
কেউ যদি এসে পড়ে, আশা দিয়ে নড়বড়ে
           নিরবধি খুশি ছেড়ে! নিজ কৃতি নিয়ো গড়ে |

কাউকে ডাকার আগে, আরো একবার চেষ্টা
পিপাসার ভাব জাগে, মেটাবার পারো তেষ্টা
      দেরি নয় ঠিকপথ খুঁজে পেতে
      শেষভাগে ভাগ্যহত কোনমতে
ভুলভাবে অন্তরেতে, স্বভাব যুদ্ধ থামাতে
            এইভাবে মেনে নিতে, অবরুদ্ধ প্রতিঘাতে |

চেষ্টা করে দেখা যাক; জয়লাভ মন্ত্রণায় -
কান্নাকাটি বন্ধ থাক, শ্রম ঘাম যন্ত্রণায়!
     ঘড়ি দেখো অবিরত টিকটিক -
    পাড়ি শেখো অবারিত ঠিকঠিক;
বিছিয়ে রাখেনি কেউ! ফুলশয্যা অনায়াস!
               ভূষণে ভূষিত নয়, ভুল লজ্জা উপহাস |

অনিশ্চিত হাস্যকর! অজানা টেনো না ঘানি-
শুভকর সুনিশ্চিত - জানাশোনা নিয়ো মানি;
        হয়তো বা অবিশ্বাস্য মনে হবে!
        নয়তো বা অবমর্ষ ক্ষণে রবে!
ডানপিটে হতে পারো! শ্রমসাধ্য কর্মফলে -
     খেটেখুটে পেতে আরো, সুবোধ আরাধ্য ফলে |

অবাঞ্ছিত ভাগ্য টানি! আর নয় কানাকানি -
পথহারা ভাঙ্গ গ্লানি; জয় হবে জানাজানি
      এখানে শেষ নয়! চাও নতুন
      নিঃশেষ না মেনে উড়াও কেতন -
নিজে বেশ শিখে যাও, নির্ভর অকূল পাড়ি
          অবশেষ মেখে নাও - উর্বর অমূল নাড়ী ||

÷[]|||||||||[][]||||||||[][]|||||||||[][]|||||||||[][]||||||||[][]|||||||||[]÷