=====
=====


আসরজমা বসার ঘরে
     যতন ভরা আদরে সঙ্গী সমাদর!
         সুখের বাসর কেবা হরে -
              পতন ঘেরা সাদরে, ভঙ্গী অনাদর |


               অগোচরে নানা অবহারে
           বিচরিত মনোব্যথা লুকায়িত ক্ষয়
       জীবন নাকি যৌবনভারে
আচরিত জানা প্রথা দোলায়িত হয় |

আয়োজিত শত ভুল করে
    নিয়োজিত কোন তরে, জীবনযাপন!
       বিয়োজিত কত ফুল ঝরে?
          প্ররোচিত ভান ধরে, গোপন আপন |


           বাড়িঘর রেখো সুখ ভরে;
       প্রশান্তি সুশান্ত গড়ো - নিজেরি ভুবন
    সুনিবিড় থেকো দুখভারে!
অশান্তি আবীর ছেড়ে - বাহারি শোভন |

স্বীয় ঘর ভাবো - জীবনেরে;
    বাসর লজ্জার ভূতি! পাবে মধুময়
        প্রিয় স্বর - শুভ রবে ঘিরে
          বাসকসজ্জার দ্যুতি, বিলাবে অভয় |

      =====
======