--=|||||||\\\\||||||\\\\||||||\\\\||||||\\\\|||||||=--
সকালবিকাল কাটে - কতো ব্যস্ততায়
ন্যস্ত ভারে শতরূপ কাজে
দিনরাত পথেঘাটে - দ্রুত ত্রস্ততায়;
ভিড় বাড়ে বহুরূপ সাজে!
বেসামাল অহোরাত্র - ব্রত অবস্থায়
সস্তা মতো আরোপিত লাজে |
কর্মময় সুসময় - বর্ম আচ্ছাদিত
ধর্মভয় মাখি মর্ম বাকি
ভয় জয় কত কিছু - ঘর্ম আস্বাদিত;
বরাভয় প্রাণময় নাকি!
মনোময় অসময় - চাখি বিস্বাদিত;
অয়োময় খাঁচাতেই থাকি |
প্রতিকার কোথা পাই! প্রতিগ্রহ নাই
মেধা ও মননে অপচয়!
লুকায়িত প্রতিকায় - বিগ্রহ মাড়াই
সুবোধ স্বননে নয়ছয়!
অতিকায় দুরাশায় - নিগ্রহ বাড়াই,
অবোধ আবরণে প্রচয় |
--=||||||\\\\|||||||\\\\|||||||\\\\|||||||\\\\|||||||=--