[][][]==||||||==||||||==||||||==||||||==[][][]
আপনি; আমি, সবাই! ভীষণ দৌড়াই
তিক্ত জীবন বাঁচি স্বাধীন
শক্ত বাঁধন নাচি তাধিন!
সিক্ত স্বপন করি গোপন
রিক্ত অধীন ধরি আপন;
ভীত হয়ে অবিরত - পালিয়ে বেড়াই |
হাত বাড়িয়েই রই! দ্বন্দ্ব ব্যবধানে;
অজানা শিকল পায়ে পরা
অচেনা বিকল সায়ে ধরা!
দারুণ খরা করুণ সহা;
অরুণ ঝরা বরুণ বহা-
ছাড়িয়ে মাড়িয়ে যাই, মন্দ অবদানে |
আসুন এবার থামি; বেনামি প্রণামী
পরাধীন নামী নয় আর
স্বাধীনতাকামী হাহাকার!
কুপথগামী বিপথ ছাড়ি;
সুপথগামী শপথ গড়ি -
হাসুন সরব দামী - মেধাবী সুনামি |
[]==\\\\==\\\\==\\\\==\\\\==\\\\==[]