=/////////=////////=////////=


ধারাজল বেগ হয়ে;
             অবিরল জল বয়ে
উড়াল আবেগ সব ক্ষয়ে!
আকাশেতে ছেয়েছিল একদল মেঘ |
      - পাতা ঝরা শীতকালে
বাতাসের ছেঁড়া পালে
      খরা পোড়া বনবীথি ডালে
ফিরে পেতে চেয়েছিল বাদল সবেগ ||

আসেনি সময়কাল
        ভাসেওনি বেসামাল!
হাসেনি নিশাজল সকাল
প্রলম্ব বিরাগ বেয়ে বিভাবরী কাছে |
    - অপেক্ষার পাখা মেলে;
অচেনা বসন্ত এলে
     প্রতীক্ষার বাঁক পিছু ফেলে
বিলম্ব পরাগ মেখে প্রজাপতি নাচে ||

সেইকালে অসমান;
           মৃদুজলে ভাসমান
মিশে গেলো নীল আসমান!
ঢেউতোলা নদী আর ফুলফোটা বন |
      - হাহাকার ভুলে গিয়ে;
একাকার মন দিয়ে
       অকারণ বিকার ভাসিয়ে!
খোলা হাওয়ায় চেপে জলফোঁটা ক্ষণ ||

=\\\\\\\\\\\=\\\\\\\\\\\=\\\\\\\\\\=