~=[][|| ০০ [][♦]Π|Π[][♦] ০০  ||][]=~

প্রমত্ত নদীর পারে -
আষাঢ়মাসের কাল, পথহারা একদিন
বিষণ্ণ বুড়ো বিকাল ক্রমেই গাঢ় হলুদ
হাঁটাপথ শেষ হলে সাঁঝের আলোক ক্ষীণ
কাঁচা হলুদের ঘ্রাণে পথিক নেশায় বুঁদ!
- সোঁদা মাটির আদরে |

গেরস্ত বাড়ির মোড়ে -
যেইখানে ছিলো দিঘী, সজনেডাঁটার গাছ
শেষবার দেখা স্মৃতি মাচানে কুমড়ো ফুল
কোথায় হারিয়ে গেছে, ঝিঙেফুলে ফিঙ্গে নাচ
বেশিদিন আগে নয়, বহুদূরে নদীকূল!
- ঢেউ বাহী ঘোড়দৌড়ে |

ছয় ঋতু ক্ষয় হয়ে -
পাড় ভাঙ্গা দুখভারে, কালো রাত তেড়ে এলো
চৌকাঠ পেরিয়ে আর আসেনি নতুন ভোর!
কলকলধ্বনি বেড়ে; জলতান* এলোমেলো
অবাধ নিঠুর সোঁতে, কেড়ে নিয়ে ঘরদোর
- নদীজল গেলো বয়ে |

শেষ দেখা মধু রেশে -
বুকে আজো বেশ বাজে, কাঁটা বেধা ফুলসাজে
এই যে পথিকবর - ছিলো প্রেমিক প্রবর!
হৃদমাঝে সবকাজে সাদামাটা ফোটা লাজে;
প্রিয়ার কবর নেই! তবুও খোঁজখবর?
- আভাস মাখা আবেশে |

==\\\[[]]\\\[[[]]]\\\[|||♦|||]\\\[[[]]]\\\[[]]\\\==