--<>==[][]|||[][]==[][]|||[][]==<>--

আর বেশি দূর নয়! এইখানে খুব কাছে
   পৃথিবীর পথজোড়া প্রতিকূল বেগ;
সময়ের প্রতি পলে - সবখানে সুখ আছে
            অসুখের রথে চড়া, বেয়াকুল ত্যাগ |

যাতনার অবকাশে, সুখদুঃখভয় আসে
  সহজিয়া পথ বেয়ে নানারূপ হয়ে-
বেদনার নাগপাশে; সাধনার জয় হাসে
          বিরাজিত শত সায়ে, প্রতিরূপ ক্ষয়ে |

আমাদের চারপাশে, আকাশ আর বাতাসে
    অনুভূত সুবাসিত সুখী ভাসমান
পরিবার পরিবেশে; সামাজিক প্রতিবেশে
            - পরাভূত প্রভাবিত দুখী আসমান |

যত সঙ তত রঙে! মধুময় অঙ্গাঅঙ্গি!
    বেখেয়াল ভেসে উড়ে যায় কিছু,
সঙ্গ লভি কত ঢঙে! প্রকাশিত শত ভঙ্গি
             ভুলভাল দুরাশায়! ঘুরি কার পিছু |

অবদান সবখানে, আগুপিছু খোঁজ কার?
    আর নয় অবহেলা ক্ষয় ভয়ে সহে
সাবধানে জেনেশুনে; বুঝে নিলে মূল সার
           - বরাভয় সব বেলা, জয় হয়ে বহে |

=♦==[][]<>|||----★----|||<>[][]==♦=