===♦|||♪|||♪|||♪|||♪|||♦===
আধখানা চাঁদ শুয়ে; রাতের শরীরে
দ্বীপবাসী রয় ঘুমঘোরে
আনমনা ক্ষণ ছুঁয়ে - বাঁকা হাসি ভরে
পরবাসী মন কাড়ে চোরে |
রজনীর কোল জুড়ে, বায়ু সুবাসিনী
সজনী আসবে বলে সাড়া
চুল ঘ্রাণ দোল দেয়া, ঠোঁট সুহাসিনী
সুভাষিণী ধ্বনি দেয় নাড়া |
বাহুডোর বাঁধে গড়ে, স্বর্ণলতা দিয়ে
জাম রঙা আঁচলের আভা
বহুদূর পথ ছেড়ে, আকুলতা নিয়ে
বিষহর বাঁধভাঙ্গা প্রভা |
সবুজাভ বনানীর, সাগরিকা পাড়ে
মায়ামৃগ কতরূপে ছুটে!
নীলাভ বিনুনি গেঁথে, মধুরিমা বাড়ে
ছায়াযোগে মায়াঘোর টুটে |
পাহাড়ের পাহারায়, সমুদ্র মায়ায়
প্রেয়সী রহিল আরো কাছে!
বাহারিয়া ইশারায়, নিরুদ্ধ কায়ায়
- উর্বশী মিশিল প্রেম আঁচে |
একজোড়া জোয়ারের - বিপরীত ভাটা
রাত কেটে পুনঃ ভোর হয়;
সুখ মোড়া আদরের, গীত সাদামাটা
- কাছেপিঠে স্বপন অভয় |
মাঠঘাট ফেটে হায়! পুরনো মতন -
লবণিয়া দ্বীপে জল মাটি!
চোটপাট কেটে যায়, হারানো যতন!
- জাগানিয়া জেগে রয় খাঁটি |
====♪♦♪♦♪♦♪♦♪====