[][]=[]<><>[]=[][]=<><>[][]
প্রজাপতি মৃদুগতি, লাল নীল সাদা
টগরের গায়ে ছিল বসা
মধুকর ফিরে গেলো, ঝিলমিল বাধা
আগরের বাস এলো খাসা |
বনজোছনার পাতা; ঝরে গেলো আড়ে
ঘাসফড়িঙের চোখ বেয়ে
এলাচের গাছ ছেড়ে - ঘ্রাণ যতো বাড়ে
গন্ধগোকুলেরা এলো ধেয়ে |
বুনোহাঁস উড়ে গেলো লালচোখ ঘোলা
বয়সী বায়স ছিল ঝুলে!
উপহাস মুড়ে দিলো, গাল মুখ ফোলা
গাহিল বসন্তসখ ভুলে |
নীলকণ্ঠ হেসে দিলো; হীরামন কেঁদে
কালো ভ্রমর গেলো পালিয়ে!
কলকণ্ঠ কেড়ে নিলো, টিয়া জুটি বেঁধে
নীলিমা আলো গেলো মিলিয়ে |
সেই ক্ষণে কবি মনে, ছবিময় গানে
বিকাল গড়িয়ে গেল ফাঁকে
একজন ছিল দূরে, মান অভিমানে
অকাল ছড়িয়ে শব্দ আঁকে ||
======================
**
সিঙ্গাপুর ও ইন্দোনেশীয়ার মধ্যবর্তী বনে -
একটি দ্বীপাঞ্চলে এক বৈকালিক মধুর ক্ষণে।
======================