=÷[][]||ΠΠΠΠ♦|||<>|||♦[][]||ΠΠΠΠ÷=
ঘাটেঘাটে নানা বাটে; সদা হেঁটে যাই
পথঘাটে ছোটাছুটি, কাদা ঘেঁটে তাই!
রোজকার ব্যথা ভেবে মরি
- আগামীর কথা কবে স্মরি;
অশান্তির তাপজ্বরে - খুশি নাই কারো
যত পাই তারস্বরে বেশি চাই আরো |
আজ যত বাকিজায়, সাদাকালো সায়
অবিরত হায়! হায়! এলোমেলো বায়
একাকার বিবাদের ছল
- কোথাকার বিষাদের জল!
কিছু মাখি কিছু রাখি, বহুরূপ ফাঁকি
আঁখি মুদে সুখ চাখি, পাপতাপ ঢাকি |
অহোরাত্র জ্বলে গাত্র, ছলেবলে মাত্র
কোন বলে যত্রতত্র- খুলে খালি পাত্র!
চিনিবার কিনিবার ঘোরে
- জানিবার মানিবার শোরে
মান হুঁশ ছেড়ে দিয়ে, কাড়াকাড়ি বেশ!
ঢুস মেরে কেড়ে নিয়ে, বাড়াবাড়ি রেশ |
বিষ বাণে হত ছাড়ি, নত হোক জরা
শেষ গানে হাত নাড়ি; গত হোক খরা
আর কত অশোভন মান?
- সার শত সুশোভন দান
উড়ে যাক রোগশোক, ভুল সুখভোগ!
পুড়ে খাক ত্যাগ হোক, সবল নীরোগ ||
-=÷♦÷÷♦♦♦[[♣]]♦♦♦÷÷♦=-