--==\\\\♦♦////==--
বিচলিত আসে ক্ষণ; ভুল হয় অকারণ
তেমন অবেলায় সাধারণ কেউ নয়!
উচাটন হয়ে মন, ভুলে যায় নিবারণ
যেমন দোলাময় নিদারুণ ঢেউ লয় |
কিছুদিন এইভাবে, স্বভাবত অভাবিত
বরণ হয়ে যায় নানারূপ ভুলভালে!
বাকি দিন সেইভাবে, প্রভাবিত পরিমিত
শরণ সয়ে নেয় অনুরূপ হালচালে |
কিছু রাত ভেসে থাকে, গ্রহণীয় বেশবাসে
অচেনা অভিমান বেড়ে যায় ক্রমে
ইশারাতে খুব ডাকে, সহনীয় রেশ আসে
অজানা অভিধান কেড়ে নেয় ভ্রমে |
ভোর আসে ঘোর নাশে, প্রাণময় অবকাশ
প্রকাশে মনখোলা বিবসনা মৃত ভুল
ভর ত্রাসে আশেপাশে, বাকি রয় বারোমাস
বিকাশে মনভোলা আনমনা প্রীত ফুল |
তুমি আমি যতজন, করি শত আয়োজন
ভাঙ্গাতে পারি কোথা নিনাদিত অবদান
আমাদের তোমাদের, মেটে কত প্রয়োজন!
রাঙ্গাতে ত্রাহিত্রাহি! বিষাদিত উপাদান ||
--==\\\\♦♦////==--