--=[[]]\\\♥♥///[[]]=--

স্বপনের মায়াঘোরে;
      চমকিত হতে পারো!
          পুলকিত হইয়োনা তাতে |
গোপনের বাহুডোরে,
   অনুভূত যতো আরো -
       নিমীলিত কতো আঁখিপাতে ||

ঘুমঘোর যেই কালে;
     ফুলডোর বেসামালে -
           মনচোর আসে বারবার |
খোলা দ্বার পিছু ফেলে,
      দরকার কিছু মেলে!
         মনোহর ভাসে কূল পার ||

যতবার ভুল হয়;
    ততবার মূল ক্ষয়,
        কত আর জয় সোজাসুজি |
শতবার নেড়েচেড়ে,
   অন্তঃসার নিতে কেড়ে
     কোথাকার কারে খোঁজাখুঁজি ||

       ---==\\\♠♠///==---