--==\\♦♦//==--
বাঁশি তোলে কত সুর, বেজে উঠে সুমধুর,
বায়ু ভরে ভেসে যায় কাছে কিবা দূর
মজে যায় মনপাখি, সারা দেহে তাল মাখি
বাধাহীন ডাক দিয়ে নাচে চোখাচোখি |
কত সুর কত বাঁশি, সুখে হাসি দুখে বাহি
শত কাজে যত বাজে; কিছু মনোগ্রাহী
বিষাদের বিরহের - মধুময় বিজয়ের
প্রাণময় মনোময় কিছু আবেগের |
কিছু সুরে গান হয়, ঝরে পড়ে মান ক্ষয়!
কিছু জয় - পিছু ভয় - কিছু রয় সয়!
হতাশার দিনে রাতে, সাদাকালো ভরসাতে
মেতে উঠা ধারাপাতে দিনপাত মাতে |
বাঁশি আরো বাজবেই, ধেইধেই - নাচবেই?
সময়ের এই দাবী হারায়োনা খেই!
সব কথা ঠিক নয়, নানা প্রথা নানা জয় -
মধুর সুর হোক; স্বর জোড়া তাল লয় ||
==\\♦♦//==