÷÷÷\\♣//÷÷÷\\\♣///÷÷÷\\♣//÷÷÷

এক গাঁয়ে দুই বাড়ি, ডানে বায়ে নদী খাঁড়ি
      ভাঙা সাঁকো ছাড়ি, পাকা পুল আড়াআড়ি
আন পাড়ে ভিন গাঁও, ডিঙ্গি নাও থাকে বাঁধা
        সার দেয়া ঘরদোরে জোয়ারের কাদা |

একপাড়ে বেশি ঘর, মানুষের বাস কম
              বারবার পাল্টে দালানের চুনকাম!
খালি ঘর পড়ে রয়, আঙ্গিনায় বুনো ঘাস-
            মানুষেরা পরবাসে - শূন্যতার বাস |

সাজ সাজ রব উঠে, উৎসবের কাল এলে
     ধুলা উড়ে - গাড়ি চড়ে কেউ চলে গেলে
ফুল ফোটে দোল দিয়ে, ক্ষণিকের আবাসনে
             ছোটাছুটি নানারূপ কত আবাহনে |

ওপাড়ের কম ঘর, বেশি জনে ঠাসাঠাসি
          জোয়ারভাটার মতো দুঃখাবহ রাশি
ঘর ভরা জ্বালাতন, নড়ে উঠে পাটাতন
          বিষাদিত আয়োজনে হুলফোটা ক্ষণ |

সাজ নেই লাজ ভরা, নিত্যকার জরা খরা
            - বিরাজিত উপবাসী উপাহার ভরা!
কল্পনায় আল্পনায়, রঙ কভু দিলে সায়
         বানভাসি অবেলায় বেশি ভেসে যায় |

এক পাড় অভিজাত, কত সুখ বায় ঠাসা
         আর পাড়ে রাত ভরা অসহায় আশা!
এই পাড় সুখী নাকি? সেই পাড় মুখী থাকি
     ডানাভাঙা পাখি সব - কোথা যায় ডাকি |

===[[♣]]====\\♦//====[[♣]]===