=০=♠♠===♠♠===♠♠=০=

পরাণের বান্ধব রে - পন্থেই চাইয়া থাকি!
নিশুতি কাটেনা ভোরে,
                     বানভাসি ঢেউ খেলে
গোপনে কান্দন ঝরে! ভুইলা রইলে নাকি?
বসতি ছাইড়া গেলে,
                 উদাসী অনল জ্বেলে |


অভাগিনীর কান্দনে; আঁচল ভেজার ক্ষণ
বাঁকা ঐ পথের পানে
                   কাজল ধুইয়া যায়!
বুকে পাষাণ বান্ধনে, ভাইঙ্গা পড়ে গহন;
জীবন্ত সেই দহনে -
                   ভেতর পুইড়া যায় |


চান্দের কিরণমালা - রুপোর বরণডালা
হৃদয় সাজায় তোরে,
                  - কনক কমল দূরে!
নদের পাড়ে উতলা; জোয়ারভাটার পালা
আর কতকাল ঘুরে!
               - বাজবে মোহন সুরে |


শয়নের কালে ভুলি, বিরহ বিদুর কালো
অজানায় লুকিয়ে হে,
                  মুরলী যাও বাজিয়ে!
স্বপনের তালে দুলে, স্মৃতির মধুর আলো
অচেনা গোপন হয়ে -
                 অঞ্জলি দাও সাজিয়ে |


বলেছিলে সুহাসিনী, কোন ভুলে অভাগিনী
এ পরাণ তোমা চাহে-
                   তোমাতেই অবগাহে
ভুলে গেলে প্রাণপাণি! সুখ নাকি দুঃখ মানি
যেথা রহ যত দূরে -
                  তোমারই গান গাহে |


খুশি থেকো হাসিমুখে, নিজের যতন রেখো
বিরহিণী পুড়ে যাই -
                  যতো আরো দাহ পাই!
সুবাসে পরশে সুখে, আমার এ মনে মেখো
প্রণয়িনী, সতী, রাই!
                   - নাম যশ নাহি চাই |

<><>____♦♥♠♥♦____<><>