**********************
কেমনকেমন করে | উচাটন আনচান স্বরে
মন সে রয়না ঘরে | আচানক আনমনা ভরে
সাধনে শোধনে রত প্রথা |
বাঁধনে বোধনে শত ব্যথা |
আঁখি রাখি-চখাচখি | হরষে বরষণ আভাস
সখা সখি চোখাচোখি | পরশে বিবরণ বিভাস
নীর বয়ে নিশা! প্রাণভরে |
তীর হয়ে দিশা সরোবরে |
সাদরে আদর করি | সমাদরে অনাদর ধরি
বিলজ্জ সলাজ ভরি | অনাবৃত সে চাদর পরি
ভোলামন অকারণ পণে |
দোলা ক্ষণ বারণ শাসনে |
মনোগত অবিরত | ব্যথাতুর বিতত নিযুত
মনোমত অবারিত | ভাঙচুর বিতথ অযুত
উদার খোলা দ্বার বাধার |
অসার মেলা সার ধাঁধার |
কোনপথে যাবে মন | কুপথে হারাবে মান ধন
ঘোরাপথে রবে বন | সুপথে পাবে মেধা মনন
ভুলখেলা হেলাফেলা ভয় |
এইবেলা অবহেলা নয় |
<=-=-<>--[[[♦]]]-=-[[[♦]]]--<>-=-=>