[ পরীক্ষামূলক মাত্রায় রচনাশৈলী ]
উন্মুক্ত গঠনমূলক মতামত আশা করছি
====================
সময়ের পিঠে চড়ে
সু-সময় কেন নড়বড়ে?
অসময় হয়ে ব্যথা দেয় গড়ে!
বিষাদিত ক্ষণ ঝরে পড়ে,
অনুভূত ভুলে নড়ে |
আভাসে মেয়েলি মন,
দোলায়িত হৃদয়ে কাঁপন
কিছুকাল, কিছুদিন, কিছুক্ষণ
আশার চেয়ে বড় স্বপন
সুপ্ত গভীর আপন |
সুপুরুষ একজন,
কল্পিত রাজপুত সমান!
দুই প্রাণ যেন এক আসমান,
আবেশে আবেগে ভাসমান-
প্রবল কঠিন ক্ষণ |
বোঝে না পিছু বারণ
প্রাণের তিয়াসা নিবারণ!
সবকিছু লাগে ভালো অকারণ!
কোথায় ধোঁয়াশা আবরণ?
খোঁজে না কিছু কারণ |
বালিকা বালক সব
লাভ করো শুদ্ধ অনুভব,
অসম বিষম আবেগী প্রভাব
বয়সী বিষের পরাভব!
বিনাশে মধু বৈভব |
এইসব প্রেম নয়!
শৈশব সম আবেগময়
ভালোবাসা বড় - মধুর প্রণয়
নেশা ভরা শুভ দিশাময়,
কঠিনে কোমলে জয় |
অতএব আর নয়
তিলেতিলে ধরিয়োনা ক্ষয়
এই জীবন জেনো নহে অক্ষয়!
অবহেলে মাড়িয়ে বিজয়-
ভুলিয়ো না দীপ্ত জয় |
===[[[[[[[<><><>]]]]]]]===