নিশি রাত চুপচাপ,
বাদুড়ের ধুপধাপ!
আড়মোড়া শেষে লাফঝাঁপ |
নলখাগড়ার বনে,
ভুতুড়ে পরব নামে;
সরব ঐ বেয়াড়া হুতোমে |
পথে যেতে ধানক্ষেতে,
সেঁতসেঁতে ভূতপ্রেতে!
আলপথে নাচগানে মেতে |
হাটবার ছিল বলে,
পাটক্ষেতে হাঁটুজলে -
ঘাট ভুলে, গাঁট রসাতলে |
তারপর পরপর -
বেড়ে যায় ভয়ডর!
আঁধারের গভীর ভেতর |
চোখভরে ঘুম আসে,
মরোমরো সর্বনাশে!
রাতভরে কুসুম সুবাসে |
সরিষার ক্ষেত জুড়ে,
কুয়াশা চাদর মুড়ে -
বরিষার ক্ষত খুঁড়ে ফুঁড়ে |
হাটুরে বেহুঁশ ঘুমে,
নিঠুর বিরস ভূমে -
বেঘোরে বায়স গেল চুমে |
ভোর হলো এলোমেলো,
পেয়াজ - রসুন - মূলো!
ধুলোমাখা দৌড়ে গেলো হুলো |
তিল তিসি ক্ষেত ছেড়ে,
কোকিলের লেজ নেড়ে-
নীল খুশি এলো শেষে তেড়ে ||