===[[[]]]===[[[]]]===[[[]]]===

এলে আর চলে গেলে ?
           দিনগত অবহেলে-
              মূলকথা নাহি বলে গেলে!
সকালবিকাল মাঝে,
      আনমনা আনকাজে-
               লাজহীন লাজবাব সাজে!

কোথা ছিলে হেথা এলে!
        সুশোভিত সুশীতলে,
            মধুরে মেশালে তেলে-জলে!
আজেবাজে ভুল কাজে,
        নিলাজ কল্পনা রাজে-
              কলঙ্ক লেপিলে শির তাজে!

তিলেতিলে ব্যথা দিলে,
        ধন মান নাহি নিলে?
            নিজেরে সঁপিলে কোন নীলে!
এলোমেলো সুর বাজে,
         এলেবেলে দীন সাঁঝে
             অগোছালো ঢিলে এসরাজে।

চটুল চাহনি ফেলে,
        মনোমত ডানা মেলে-
             কাছে ফেলে সুদূরে উড়িলে!
সরোজ কোমল সাজে,
          ধরণীতলের মাঝে-
              সতেজ ক্ষণ গুনো বিরাজে।

[[[[[[]]]]]]====♦♦====[[[[[[]]]]]]]]