০==\\\\\\\///////\\\\\\///////==০
আকাশের মত হও, প্রকাশিত খোলা
মনোমত ডানা মেলা পাখি
বিকাশের ক্ষত নও, প্রশমিত দোলা
মনোহত মানা হেলা মাখি
বিশ্বাসের ব্রতে রও প্রলোভিত ভোলা
মনোগত নানা খেলা রাখি।
বাতাসের বেগ বহে, সবেগে ধরণ
তুমি তাই হতে চাও মিছে!
হুতাশের আবেগ সে, করোনা ধারণ
ভূমিতেই থেকে যাও নীচে
হতাশ বিবাগ হয়ে, রেগে অকারণ!
ভুল খেই পেতে দাও পিছে।
পাহাড়ের উঁচু শির, সুশান্ত প্রবীর
দেখে যাও চোখ মেলে তাই!
বুকেপিঠে ভাঁজে চিড়, প্রশান্ত গভীর
মেখে নাও বুক পেতে ঠাঁই!
আড়ালে অধীর স্থির, অশান্ত আবীর
রেখে দাও সুখ শুচিবাই।
নদী বহিয়া সাগর, ঢেউ জাগে কত
কিছু ভাঙ্গে কিছু গড়ে কূল
সহিয়া ক্ষিপ্ত সমর, ভয়ে ক্ষয়ে যত
- ভুল রঙ্গে হয়োনা আকুল
ধৈর্য ও সহ্যে অমর, বিনয় নিরত -
সৎসঙ্গে নিরঞ্জন অতুল।
-=♠=<>ঃ♦[|][|]♦ঃ<>=♠=-