=====ঃঃঃঃঃঃ=====

সকালবেলা নাকাল! অবহেলা খেলা
অলস অবশ বেলা আকাশ সকাশে
হেলাফেলা!আবেগভরা মেঘেরভেলা
সরস দোলা! নীরস আভাস প্রকাশে।

দুপুরবেলা, বাজে নূপুর মাঝেমাঝে!
বেতাল সুরে! বহুদূরে ত্রিতাল মোড়া
প্রশান্ত ক্ষণ, অশান্ত মন বাজে কাজে!
নাজেহাল ভাব, বেহাল স্বভাব ঘোড়া।

বিকালবেলা, উতলা বায় ছলাকলা!
ভাঙ্গাতরী,অথই পাথার! ছেঁড়া পালে
ভেদে আর বিভেদে জেদে পথচলা?
ডাঙাপথে ডিঙি যেন! রাঙা মায়াজালে

সাঁঝের ভাঁজে, সলাজ ছোঁয়া কারুকাজ!
মরীচিকা কালে, দিশাহারা তালেগোলে
নিলাজ সাজে, নেশা ধরা বেলাজ কাজ!
ছায়া কায়া টলমলে, হেলে উঠে দোলে।

রাত্রিকালীন ঘুমঘোর! ভেজানো দোর
নিশাজলে গলে আদর, ভেজা উপলে-
বিলীন দিশা, মলিন নিশা, খোজা শোর!
মানব ধর্ম - দানব কর্মে ?  বর্ম, মলে?

আসুক জোয়ার, হাসুক দুয়ার ভোরে
সকল বেলা - সবল মেলা কর্ম ভরা
ভুলে ভরা, মূলের খরা আঁধার ঘোরে!
আলোর প্রলয়- ভালোর নিলয় ধরা।।

=====ঃঃঃঃঃঃঃ=====