___________________
একদিন কালো মেঘ মুখভার ক'রে
উড়ে গেলো ধুলো বেগে আপনার ঘরে
কার সাথে বিরোধে ও অবুঝ বিরাগে!
আড়িপেতে ছিল রোদ, সরোজ পরাগে।
সকাল পেরিয়ে গেলো, দড়ি লাফ দিয়ে
অকালে ঈগল এলো, ঢোঁড়াসাপ নিয়ে
বনবিড়াল ডাকিলে, ছানাপোনা মিলে
কাঠবিড়াল কোকিলে, কাক টিয়া চিলে
দুপুরের পায়ে মল, নড়ে বাসিজল
নূপুরের ধ্বনি তোলে, বয়সী হিজল
ফুল পাতা ঝরে হায়! বিধবা পলাশ
কলাবতী হেসে সায়, মুগধ আকাশ
বিকাল অবাক হলো, বুনোহাঁস চোখে
নিকাল মূষিক দল, ঘাস খুঁটে নখে!
পানকৌড়ি মাছরাঙা, গাংচিল ডাহুক
জল ছাড়ি কূল ডাঙ্গা, হাড়গিলা বক।
সন্ধ্যা ভয়ডর ছাড়ি, গোধূলির আড়ি
বন্ধ্যা নদীতীর খাঁড়ি, শকুনির বাড়ি!
আড়ালে শেয়ালকাঁটা! খোঁয়াড়ে মুরগি
হাড়োলে শিয়ালে মিলে, গোঁয়ারে বর্গি!
রাত এলো চাঁদ ভাসা, সাপ বেঙ লাফে
ভয় পেলো বাঘডাশা, চামচিকা কাঁপে
বেতালা বেতস বেয়ে, বিজলীর দৃষ্টি!
উতলা মেঘের মেয়ে, সশরীর বৃষ্টি।
_____________________