====ঃঃঃঃঃঃঃঃঃ====
একজন,খুব ভালোবাসে,সুকোমল আশা
ঢেলে যত প্রীতি, পূজিত আরতি
প্রিয়জন, দূর পরবাসে, বিমল বিভাসা
ফুল মউ ব্রতী, ভজিত মুরতি!
বিরাজিত, শোভন সুমন, সুবাসিত মন
মধুময় প্রাণে, বিকশিত ঘ্রাণে
বিভাসিত, স্বপন স্বনন! আভাসিত ক্ষণ
চম্পক চন্দনে, তৃষিত আঘ্রাণে।
প্রকাশিত, সুখদুঃখভয়-লুকায়িত রয়
চমকিত নয়, বিগলিত সুরে
স্বশাসিত, বিরহ নিরয়-দোলায়িত জয়
পুলকিত হয়, প্রিয় যত দূরে!
আয়োজন, নিরত পিরিতি,নিয়ত আপন
সাধনা সজ্জিত, বেদনা লজ্জিত!
প্রয়োজন! সুমতি ভরতি, বিরত কাঁপন
বাসনা বর্জিত,আরাধনা স্থিত।
সেই জন, এমনি ধরণ, প্রিয় হয় যদি
প্রভাময় টানে, সুশোধিত হেম
যেই জন, বাঁধনে ধারণ, প্রাণময় নদী
প্রাণপ্রিয় সনে, সুশোভিত প্রেম।
====ঃঃঃঃঃঃঃঃ====