---------ঃঃঃঃঃঃঃ---------

মনে গড়ি, দাদার চেহারা, বলিষ্ঠ দোহারা
হাতে ছড়ি,আরামকেদারা,সুমিষ্ট দোবারা!
     দুয়ারে ঝোলান, দোলনা দোলান,
      বাহার সাজান, খিলান দালান
জরিদার,খোলতা খিলাত,স্মৃতি ভাসাভাসা
উমেদার,গোমস্তা দৌলত,কত কিছু ঠাসা।

আস্তাবলে, উরমাল মোড়া, তেজী লালঘোড়া
জিন জেবে,টানানো খড়রা,তাম্র নাল জোড়া
      ছক্কড় ফেলনা, ভালো এক্কাগাড়ি
      ছ্যাকড়া খেলনা, দুই ঘোড়া জুড়ি
  ত্রস্ত ব্যস্ত, অন্দরে সদরে, লুপ্ত জমিদারী
  শশব্যস্ত, খানসামা আয়া, গুপ্তপথে দ্বারী

চৌকিদার, ছড়ি বরদার, খাপে তরোয়াল
চোবদার,ধোপা ঝাড়ুদার,গোপাল রাখাল
     খেরুয়া রঙের, খাজনার খাতা
    গেরুয়া অঙ্গের, পাট্টাদার পাতা
জোতদার, নায়েবমুনশি, ঢুলী ও ঢোলক
জমাদার, ধূপিত ধুনুচি, দোহার গায়ক।

দাদা গত, দাদিও গেছেন, না ফেরার দেশে
ভাগ্যহত, নাতিপুতি দল, দীনহীন বেশে
      দিয়ে গেছে কত কিছু উপহার,
       তবু কেন পরিমিত উপাহার?
বংশগত, খরচের হাত, স্বভাবী প্রভাব!
হিংসারত, বিতরা বিতত, অভাবী বিভাব।

======ঃঃঃঃঃঃঃঃ======