:::::::::::::::::::::::::::::::::::::::::::::::

বিদগ্ধ বামন এক, নীরবে রত খুব বিজনে
   বসিয়া আপনমনে, মনোযোগী শুধু নিজ কর্মে
নামধাম অনুল্লেখ, সরবে ব্রত শুভ সৃজনে
   বিমুগ্ধ সে প্রাণপণে, বনযোগী ধর্মে তুষ্ট মর্মে।
বিরুদ্ধ ভাগ্য প্রসূন, বিযুক্ত যার সুধা স্বনন
     অসহায় বিড়ম্বন! ভাবী ধাপ; পথ বিরচনে -
অনিরুদ্ধ বিভূষণ, নিযুক্ত তার মেধা মনন
   প্রচেষ্টায় বিচ্ছুরণ, অভিশাপ যত বিমোচনে।

বিকল শরীর বটে, বিচেষ্ট নয় তবু সে বেঁটে
    বিকৃত চেহারাযুক্ত, নিকৃষ্ট ভয় বিকার মুক্ত!
সবল অধীর চোটে, সচেষ্ট বিকাশে যায় খেটে
   স্বশিক্ষিত পাপমুক্ত, বিকৃষ্ট সব বিচ্যুতিযুক্ত।
দুর্বল বধির জোটে, সন্তুষ্ট প্রকাশে সায় 'মেটে'
  অশিক্ষিত লোভমুক্ত, উৎকৃষ্ট শত বিভূতিযুক্ত।

========================
[ - সনেট - ]