:::::::::::::::::::::::::::::::::::::
কিছু কথা মনোব্যথা, চেয়েছি বলতে
মনোমত পারিনি চলতে!
নিচু স্বরে পরিসরে, হয়েছে যা বলা
মনোগত; নহে ছলাকলা
পিছু ছেড়ে বরাবর, মুখোমুখি হয়ে -
মনোহত বারবার সয়ে।
জানতে চেয়েছি নব, কত যে অজানা
অপমানে ভাঙ্গেনি এ ডানা
মানতে পেরেছি কভু, বাকি কিছু মানা
যেটুকু মেনেছি সোনাদানা!
টানতে কেঁদেছি যত, প্রাণপণে কাছে!
দূর হয়ে গেছি ততো পাছে।
শিখতে চেয়েছি বিধি, শিখাবার নয়
অয়োময় খাঁচা ভরা ভয়!
লিখতে বসেছি কিছু, স্মৃতি হয় যদি-
সময় স্রোতা কালির নদী!
ভিখতে শেখা হয়নি শুধু,দরকার নাই
প্রণয় বিনয় আরো চাই।
সাজতে চেয়েছি খুব, সুন্দর সলাজে
নিলাজ হয়েছি কাজ মাঝে
বাজতে চেয়ে সুরেলা, হয়েছি একেলা
ভিজে নেয়ে কেটে গেছে বেলা
মজতে বিমল প্রেমে, চেষ্টা থেমে থেমে
মধুপ, পিঁপড়া হই ঘেমে।।
=====================
------------------------------------