--০-০০--০০০--০০--০০--০০০--০০-০--

এ কেমন সরলতা! বিনিময়ে কেঁদে সারা
বিমলতা কোমলতা! দুঃখাবহ দিশাহারা!
         কালোমন আলোকিত কবে?
       ভালোমন পুলকিত রবে!
সুযোগসন্ধানী ওরা, মনোব্যথা দেয় যারা -
ছিদ্রানুসন্ধানী তারা, যথাতথা বোধ হারা।

ভালোকথা উদারতা, দিতে পারো তাই দাও
জীবনে সততা প্রথা, কারো কিছু নাহি চাও!
          কেউ তবু ছিনে নেয় কেড়ে
       তোমার বিশ্বাসী ভিত নেড়ে!
লোভে কাতর প্রমত্ত, চিনেনা সত্যের নাও
  স্বার্থপর মদমত্ত, পিছু ফেলে একা যাও -

  তুমিও কঠোর মানো, সহজিয়া পর জানো
গোপনে সুফল দানো, দেখেশুনে কাছে টানো
             মানবীয় উবে গেছে আজ?
          দানবীয় ভবে মিছে লাজ!
সুখদুঃখ বোধহীন, জেনো ওরা তুচ্ছ বেনো!
ছলাকলা ভেদহীন, সাবধানী আহ্বান শুনো।

===[][][]===[][]===[]===[][]===[][][]===