=========================

হতে পারো পথশ্রান্ত, থামিয়ো পথিক
জানিয়ো গন্তব্যস্থান, বিজিত প্রভায়!
পথভোলা দিকভ্রান্ত, হারিয়েছ দিক?
নিষ্প্রাণ প্রস্থান নয়, অজেয় আভায়।

বনের কোকিল এক, ডাকিলে বিজনে
মনেমনে ভয়ে সারা, কেন দিশাহারা !
ধরে নিয়ো অভিষেক! কূজিত কূজনে
ক্ষণেক্ষণে বারি ধারা, বুঝিয়ো ইশারা।

সহসা সহাস্যমুখে, উড়ে শুকপাখি
শালিক যুগল এসে, নেচে যাবে হেসে
সুমুখে পথপাদপ, জল দ্যাখো চাখি
শেয়াকুল পথপার্শ্বে, স্মৃতির আবেশে।

এই পথঘাট ছাড়ি, পাবে নিজ ঘর
ভেবো না, সে বহুদূর! চির চেনা সুর
অনেককালের পাড়ি, অজানা সফর
প্রশান্তি যেথা মধুর, নহে সে সুদূর!

ভয়করে চোখবুজে, পাবেনাকো খুঁজে
মিছে জেনো অবসর! বিরতি অসার
অনাদরে ভুলে মজে, কতো যাবে যুঝে!
মুছে ফেলো ক্ষীণতর, যতো হাহাকার।

উদাস হয়োনা রাহী, ভয় ভুলে জয়
অবিরত কতো আর! চোখ থেকে অন্ধ?
বিভাস ধরো উৎসাহী, নিতি প্রাণময় -
গন্ধ সুবাস উদার, দ্যাখো - ভালোমন্দ।।
________________________________