০০----\\--//----<>০/০/০<>----//--\\----০০
সময়ের চাকা ঘুরে -
চাপা পড়া স্মৃতি আরো দূরে!
অপরাধ গুরুতর, অপরাধী হয়েছে সনাক্ত
চারদিক মৃদু শোর, বিবাদী অপলাপ আসক্ত
নিদাঘ দিনের শেষে -
চর্মসার সেই দেহ ঘেঁষে,
অবশেষে সমাগত, বিচারিক স্মরণীয় ক্ষণ
ফাঁকা এক ময়দান, জনাকীর্ণ গণ আগমন!
কাঠগড়ায় দাঁড়ানো -
খোলা বুকেরপাটা ছড়ানো,
আর নয় বন্দীদশা! অসহায় ঘোর অমানিশা;
প্রাণবায়ু যায় যাক, নিরুপায় ভোর হোক দিশা।
আসামী সত্য বিমুখ!
জনরোষ জানিতে উন্মুখ,
জানেননি শেষতক, এজলাসে বসা বিচারক
বুঝেনি কোন পাঠক, প্রিয়ভাষী এই সে লেখক!
শেষবার উচ্চারিত -
"আনীত অভিযোগ প্রণীত!
আমি শুধু লিখি পড়ি, সুকুমারশিল্প কিছু গড়ি
আলপনা এঁকে মুড়ি, সত্যের সাথে কল্পের জুড়ি"
জনসমাগম ঢেউ -
কিছু যেন, বলে উঠে কেউ!
অস্ফুট শব্দচয়ন, অভিহিত তবে বুঝেছিল?
প্রস্ফুট দীপ্তবয়ান, অভিহত যাকে খুঁজেছিল!
ততক্ষণে অজানায় -
উদাসীন পূর্বা হাওয়ায়;
লুটিয়ে ধূলার পরে, পাথর কণ্ঠস্বর নিথর!
বিমূঢ় বিমর্শ তরে, বিমল অকুণ্ঠ হলো পর।।
_____________০০০________________