=============================
পাহাড় ছাড়ার পর | ফিরতিপথে অস্থির মন
পাহাড়ি মাটির ঘর | নিরতিশয় সুস্থির ক্ষণ
তক্তপোষে নির্ঘুম শরীর -
আপোষে চুম ঘুমপরীর !
শীতলপাটি মাদুর | ছিলনা বিছানারচাদর
বারবার সমাদর | অনন্ত প্রাণময় আদর ||
খোলামেলা ঘরদোর | ভোরবেলা ঘ্রাণ বিভোর
টগরফুলে ভ্রমর | বায়ুময় বাতায়নে আগর
স্বজন পরিজন কোথায় ?
নির্জন যে আপন সেথায় -
তরিবত তরতিবে | প্রখর বুদ্ধিমান তীবর
দৌলত ছিলনা তবে | মুখর বনযোগী ধীবর ||
পাহাড়তলির কাছে | আমার কতেক ঋণ আছে
পাহাড়িয়া মানুষেরা | এ হৃদয়ের অনেক কাছে
ধনিক বনিক ধর্ম ভুলে !
মানিক ওরাই মর্মমূলে!
তাহাদের জীবনের | আচরিত ধরন - ধারণ
আমাদের যাপনীয় | বিচরিত কারণ বারণ ||
[][]___<><>___[][]__<><>__[][]___<><>__[][]