----->>==<>||<>==<<------
কথা ছিলো, ফিরে এলে
কমবে যাতনা |
একি হলো! এলো না সে
বিফল সাধনা |
দিন গেলো, বৃথা কাজে!
বিকল চেতনা |
এলোমেলো, ব্যথা বাজে
বিতল বেদনা |
প্রতিক্ষণ, প্রতিদিন
নিয়ত বাসনা |
শোকহীন, ক্ষতিহীন
নিরত সুমনা |
বোধহীন - ভেদহীন
কিমত প্রেষণা |
বাধাহীন, অমলিন
বিতত সূচনা |
অনুভবে, সুপ্ত ভাবে
যে অবচেতনা |
মনোভাবে, দীপ্ত কবে
রবে আরাধনা |
গুপ্ত হবে, লুপ্ত তবে
সমূহ যাতনা |
প্রেম পাবে, পুণ্য লাভে
সফল সাধনা |
জেগে আরো ঘুমাবার
যতি দরকার |
তিনকাল - পার হলে
পাবেনা কৌশলে |
পেতে পারো, বোধ সার
প্রতি নিরাকার |
ধরো তাল, ছল ভুলে
ভাবনা কুশলে |
__________♠♠___________