------<<||>>-----------<<<|||>>>---------<<||>>------
জল কত বেশি হলে | অকূলপাথার নাম বলে |
গভীরতা নিবিড়তা | পরিমাপ তার কোন ছলে |
সাগরসঙ্গমে পরাগত |
অঙ্গহীন সঙ্গী পরাহত |
মুক্তোদানা নাই হলে | ঝিনুক তবু খোলস খোলে
অতল জলের তলে | শামুক শুশুক ডুবে দোলে |
রংহীন জলের গা'তে | মলিন অবহেলার ঘাতে |
ঘাটেঘাটে কত হাতে | বিলীন নিশিখেলা প্রভাতে |
পুণ্যস্নান পুণ্যার্থে ভক্তিতে |
শূন্যস্থান পূর্ণার্থে মুক্তিতে |
একফোঁটা জলসিক্ত | বিফল বুদ্ধিবল নিষিক্ত |
বেখেয়ালি নিরাসক্ত | ভুলভালে জলতল বিষাক্ত |
জলভাত, জল পাই | জলহীন জলজ্যান্ত কোথা |
জল চাই, জল নাই | জলাধার কত হেথা হোথা |
পিপাসা ক্লান্ত, হে তৃষাতুর |
জলপানে, শ্রান্ত ব্যথাতুর |
অতল খুঁজোনা তবে | অতলান্ত থাক অনুভবে ||
ধরাতল সীমানাতে | অতলস্পর্শ পায়! কে কবে ||
------<<||>>-----------<<<|||>>>----------<<||>>------