প্রেমিক প্রোষিত হলে | প্রেমিকা ভালবাসিয়া বলে
অধিক বিষিত ছলে | ভাসাইয়ো না চোখেরজলে
তোমার ছবি বাঁধা আঁচল |
আমার সুরভি সাধা বল |
দৃষ্টি শুধু তব টানে | পথপানে চাহিয়া আকুলি
বৃষ্টি বিধু ভব গানে | কত গানে গাহিয়া ব্যাকুলি
প্রেমিক প্রবর দলে | প্রেমিকা কথামালা আদলে
ক্ষণিক স্থবির হলে | ক্ষণিকা মেঘমালা বাদলে
নিত্য গাঁথা কথাও ব্যথায় |
প্রিয় ওগো, রেখো প্রাণ সায় |
কবে মোরে বুকে নেবে | প্রিয়তম প্রণয়িনী ভেবে
অনুভবে প্রিয় তবে | সেরা সম, প্রেমে ধরা দেবে
বিশ্বাসী হলে প্রশ্বাস | দীর্ঘশ্বাস বিহীন নিশ্বাস
সুবাসিত সু - সুবাস | দ্বিধাহীন মিটে সব আশ
দুটি হৃদয়, এক অভিন্ন |
দ্যুতি অভয়, সুখ বিভিন্ন |
দূরতম - দূরপথ | বাধা ভোলা সুখময় রথ |
প্রিয়তম সত্যব্রত | প্রিয়তমা ভাঙ্গেনা শপথ ||
---- [ অক্ষরবৃত্ত ]