----+[[[[     চতুর্দশপদী    ]]]]+----

----<<||>>------<<<|||>>>-----<<||>>----

চোর এসে সব নেয় | মানে না, বিধেয় |
থালাবরতন মেয় | হাঁড়িকুড়ি হেয়!
হায়! হায়! কমজাত | খেয়ে যাক ভাত
দায়হীন এ উৎপাত | ভয়ে কাঁপা হাত
মক্তব শেখান ভক্তি | তোর জানা নাই?
তরতিব মাখা শক্তি | ঘোর মানা চাই!
হাভাতে গভীর রাতে | নিদ আঁখিপাতে
নিশিতে নিবিড় মাতে | বিবিধ নিপাতে ||

গৃহীর সোনার থালা | তার ক্ষুধাজ্বালা
মিটবে কি এইবেলা | তিয়াসার পালা?
মাটিতে রাখিয়া ভাত | অসম্ভব কাজ!
বাটিতে মাখিয়া সাথ | অনুভব লাজ
গৃহস্থে পুণ্য বরাত | চোরে শুধু রাত -
দ্বারস্থ চোরের হাত | দোরে কুপোকাত ||

----<<||>>------<<<|||>>>-----<<||>>----