----+[[[[     চতুর্দশপদী    ]]]]+----

----<<||>>------<<<|||>>>-----<<||>>----

    সরব বাগান খালি | বোধহীন মালী
নীরব পাখপাখালি | কূজন কাকলি
মনেরগহন বাগে | সুর নাহি জাগে?
বেশুমার ভুল রাগে | দূর রাহী মাঘে
মানবজন্ম সুকর্মে | দ্বিধা কেন ধর্মে
বৃথা প্রজন্ম কুকর্মে | মেধাহীন মর্মে !
ত্যাগযোগ্য উপভোগে | বিমর্শ বিনয়
   সুখভোগ রোগ যোগে | বিমর্ষ প্রণয় ||

     বিভূতি লভিবে যদি | মিলিবে ভূষণ
অবিরত নিরবধি | মেলিয়ো ভীষণ!
বিরহী বিবাগী মনে | মধু, ফুল- বনে
জলসেচ প্রাণপণে | বিধু তুল সনে
অভাবনীয় প্রভাবে | ভুলিয়ো বিভাব
   সুভাষিত ভদ্রভাবে | বিলিয়ো স্বভাব ||

----<<||>>------<<<|||>>>-----<<||>>----